Sunday, January 26, 2025
বাড়িরাজ্যককবরক ভাষার উপর আক্রমণ নামিয়ে এনেছে ডাবল ইঞ্জিনের সরকার : এস এফ...

ককবরক ভাষার উপর আক্রমণ নামিয়ে এনেছে ডাবল ইঞ্জিনের সরকার : এস এফ আই

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মে : ককবরক ভাষাকে অষ্টম তপশিলি ভুক্ত করতে প্রথম থেকে দাবি জানিয়ে আসছে এস এফ আই এবং টি এস ইউ। এ দাবি নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চলছে। কিন্তু এ ডাবল ইঞ্জিন সরকারের সময় ত্রিপুরা রাজ্যে ককবরক ভাষাকে ত্রুটি চেপে মারার জন্য চেষ্টা চলছে। বুধবার ছাত্র যুব ভবনে সরকারের সমালোচনা করে এ কথা বলেন এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব।

 তিনি বলেন, ককবরক ভাষার উপর কোন ধরনের আঘাত না আসে তার জন্য বাম ছাত্র সংগঠনগুলি বরাবরই সরব হয়েছে। কারণ সে রাজ্যে সার্বিক বিকাশ করতে গেলে জনজাতিদের ভাষায় বিকাশ অত্যন্ত প্রয়োজন। পূর্বে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ককবরক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তারপর এই ভাষা বিকাশের জন্য ধারাবাহিক চেষ্টা করা হয়েছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এ ভাষার উপর আক্রমণ নামিয়ে আনার চেষ্টা করছে। প্রয়োজনে আগামী দিনে বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান সন্দীপন দেব। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সভাপতি সুলেমান আলী, টি এস ইউ -র নেতাজি দেববর্মা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য