শ্রীনগর, ১৭ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন তাঁর অগ্রাধিকার নয়, কারণ তাঁর দল কেন্দ্রশাসিত অঞ্চলের জনগণের মৌলিক অধিকার পুনরুদ্ধারের দিকে মনোনিবেশ করতে চায়৷ বললেন পিডিপি সভাপতি মেহবুবা মুফতি। বুধবার তিনি বলেছেন, “নির্বাচন তো দূরের বিষয়। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দিতে হবে যা বঞ্চিত হচ্ছে। মানুষের চলাফেরার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত।”
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, যদি তার দলের অর্থ ও সম্পদ থাকত, তাহলে তাঁরা ২০১৯-এর পরে দেশের বিভিন্ন কারাগারে বন্দী সেই সমস্ত কাশ্মীরি বন্দীদের হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করত।