Sunday, January 26, 2025
বাড়িরাজ্যরাজ্যের ভেটেনারি কলেজ আরো উন্নত করার পরিকল্পনা রয়েছে সরকার : সুধাংশু

রাজ্যের ভেটেনারি কলেজ আরো উন্নত করার পরিকল্পনা রয়েছে সরকার : সুধাংশু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মে : মাছ, মাংস, ডিম উৎপাদনে ঘাটতি রয়েছে ত্রিপুরার। সেই ঘাটতি মেটাতে সরকার বিভিন্ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে চলেছে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান মন্ত্রী সুধাংশু দাস।

 তিনি বলেন, ত্রিপুরার ৭৫ শতাংশ জনগণ পশু পালনের সাথে যুক্ত। দুধ উৎপাদন, গোবর সার উৎপাদন এবং কৃষি কাজ ও পরিবহনের জন্য প্রতিপালন করা হয় গবাদি পশু। এর জন্য কৃষকের দীর্ঘদিনের প্রত্যাশা স্ত্রী বাছুর জন্মানোর ব্যবস্থা করা। একই কারণে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প চালু করেছিল। এক্ষেত্রে সফলতা এসেছে। অপরদিকে গাভী পালন প্রকল্পকে ৬০০০ সুবিধাভোগীকে সিজিএম প্রদানের মাধ্যমে উপকৃত করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার মাধ্যমে।

 মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনার মাধ্যমে ২০২৩ – ২৪ অর্থবছরে ৫,৯০০ পরিবারকে শুকর, ২,৯০০ কি ছাগল এবং ১০ হাজার ৮৪০ টি পরিবারকে আজ প্রতিপালনের জন্য বিলি করা হয়েছে। ৩২,৫২০ পরিবারকে মোরগ প্রতিপালনের জন্য সহযোগিতা করা হয়। মোট ৫২ হাজার ৬০টি পরিবারকে সহযোগিতা করা হয়েছে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস। রাজ্যের ভেটেনারি কলেজ আরো উন্নত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এর পাশাপাশি দপ্তরের শূন্য পদগুলি পূরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রী আরো বলেন ত্রিপুরা রাজ্যে দুধের চাহিদা রয়েছে। রাজ্যের মানুষকে দুধ উৎপাদনে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দুধ বিক্রি করতে বাজারজাত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অর্থাৎ রাজ্যের যেসব জায়গায় দুধ উৎপাদন সেন্টার নেই সেখানে দুধ উৎপাদন করার সেন্টার তৈরি করা হবে। সেখানে দুধ বিক্রি করার সুবিধা থাকবে। একসাথে মাছ মাংস এবং ডিমের চাহিদা অনুযায়ী যাতে রাজ্যে উৎপন্ন করা সম্ভব হয় সেদিকে নজর দিয়েছে সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য