বেঙ্গালুরু, ১৬ মে (হি.স.) : দল যাই সিদ্ধান্ত নিক, পিছন থেকে ছুরি মারবেন না বলে জানিয়ে দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকা অন্যতম কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। মঙ্গলবার দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর আসনের দাবিদার আরেক কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া ইতিমধ্যে সোমবার দিল্লি রওনা দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের কাছে নিজের বক্তব্য তুলে ধরার জন্য।
উল্লেখ্য কর্ণাটক বিধানসভা ভোটের ফল ঘোষণার পর দুদিন পেরিয়ে গেলেও এখনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি দলের তরফে। মুখ্যমন্ত্রীর নাম নিয়ে এখনও বজায় রয়েছে রহস্য। মুখ্যমন্ত্রীর কুর্সির দৌড়ে একদিকে যেমন রয়েছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, তেমনই রয়েছেন কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমারও। মঙ্গলবার দিল্লি রওনা দেওয়ার আগে ডিকে শিবকুমার সাংবাদিকদের বলেন, তিনি বর্তমানে যে জায়গায় রয়েছেন তা কংগ্রেসের কারণে। দল ছাড়া সবাই শূন্য বলে মন্তব্য করেন কর্ণাটকের কংগ্রেস সভাপতি। তিনি বলেন, ‘আমাদের সংখ্যা ১৩৫, নিজেদের মধ্যে একতা রয়েছে। এখানে কাউকে ভাগ করতে চাই না আমি। তারা আমাকে পছন্দ করুক বা না করুক, আমি একজন দায়িত্বশীল মানুষ। আমি পিছন থেকে ছুরি মারব না এবং ব্ল্যাকমেল করব না।’