Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবিরোধীদের উপর বিভিন্ন ভাবে আক্রমণ নামিয়ে আনছে বিজেপি : সুধন দাস

বিরোধীদের উপর বিভিন্ন ভাবে আক্রমণ নামিয়ে আনছে বিজেপি : সুধন দাস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মে : ত্রিপুরা তপশিলি জাতিসংঘের সমিতির উদ্যোগে রবিবার আম্বেদকর ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সুধন দাস, প্রাক্তন বিধায়ক রতন ভৌমিক, বিধায়ক নয়ন সরকার এবং রামু দাস সহ অন্যান্য নেতৃত্ব। প্রাক্তন বিধায়ক সুধন দাস এদিন সরকারের সমালোচনা করে বলেন, রাজ্যের বর্তমানে বিরোধীদের উপর বিভিন্ন ভাবে আক্রমণ নামিয়ে আনছে বিজেপি।

 এবং বিরোধীদের উপর যেভাবে অত্যাচার নামিয়ে আনছে তা উদ্বেগ জনক। সবচেয়ে বড় বিষয় হলো গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। এগুলি নিয়ে আওয়াজ তুলা যাচ্ছে না। সারাদেশে যেমন এ ধরনের স্বৈরাচারী একদলীয় শাসন ব্যবস্থা চলছে, তার প্রতিফলন ত্রিপুরা রাজ্য হচ্ছে। ২০১৮ সালে মানুষকে বিভিন্নভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারের প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর মানুষের উপর বিভিন্নভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছিল। ফলে ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে তাদের উপর মানুষের জনসমর্থন কমেছে। কমেছে আসন সংখ্যাও। তারপরেও ভোট ভাগাভাগির কারণে তারা পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান তিনি। তিনি এদিন সমালোচনা করে আরো বলেন, সরকারি প্রতিষ্ঠিত হয়ে মানুষের উপর আবারও সন্ত্রাস নামিয়ে এনেছে বিজেপি। সবচেয়ে বড় বিষয় হলো মানুষ পেশাগত ভাবে আক্রান্ত হচ্ছে এই সরকারের দ্বারা। তাই এর বিরুদ্ধে মানুষকে এগিয়ে এসে আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানান সুধন দাস।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য