Sunday, January 19, 2025
বাড়িরাজ্যদেশে শ্রমিকদের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সর্ব ভারতীয় সম্পাদক

দেশে শ্রমিকদের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সর্ব ভারতীয় সম্পাদক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মে : সারাদেশে শ্রমজীবী অংশের মানুষ নারকীয় অবস্থার সম্মুখীন। এর থেকে আলাদা নয় ত্রিপুরা। এই পরিস্থিতি প্রতিরোধ করতে আগামী দিন এগিয়ে আসতে হবে শ্রমজীবী অংশের মানুষ সহ সকলকে। সি আই টি ইউ রাজ্য সম্পাদকমণ্ডলীর সাথে বৈঠকের পর রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন সংগঠনের সর্ব ভারতীয় সম্পাদক তপন সেন। তিনি বলেন দেশে শ্রমিকদের উপর আরএসএস পরিচালিত বিজেপি সরকার দিন দিন আক্রমণ নামিয়ে আনছে।

দেশের শ্রমিকদের কাজ ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘন্টা কাজের সময় করতে চাইছে। এর জন্য রাজ্য সরকারকে আইন পাশ করতে চাইছে কেন্দ্র সরকার। ফলে শ্রমিকরা দিশেহারা। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে সারা দেশে ব্যাপক আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এদিন উদ্বেগ প্রকাশ করে বলেন সারাদেশে ব্যাপক কর্মহীনতার চলছে। বিভিন্ন সরকারি সংস্থা থেকে ছাটাই চলছে। কৃষি ক্ষেত্রে ব্যাপক সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি বেশি দিন চলতে দেওয়া যায় না। মানুষের পীঠ দেওয়ালে ঠেকে গেছে। মানুষ ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে আশা ব্যক্ত করেন তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য