Friday, March 29, 2024
বাড়িরাজ্যবাইক চুরির মূল মাস্টারমাইন্ড গ্রেপ্তার

বাইক চুরির মূল মাস্টারমাইন্ড গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মে : গত ১৬ ই মার্চ বিশালগড় নিউ মার্কেট থেকে একটি বাইক চুরি করে নিয়ে যায় চোর। সেদিনই বাইকের কর্ণধার বিশালগড় থানায় এটা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে ১৬ মার্চ বাইক সহ জামাল হোসেনকে গ্রেফতার করেন। জামাল হোসেনকে গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে একটি বাইক সহ বিশালগড় এমডি মাসুম ইলিয়াস, রাকেশ খান নামে দুই চোরকে জালে তুলে।

 তাদের জিজ্ঞাসা করার পর সুজিত মোদক ও আরিফ খানের নাম বেরিয়ে আসে। ২৪ শে মার্চ ডিসানগঞ্জ থেকে পালসার বাইক সহ সুজিত মোদককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে চার চোর কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছে। অবশেষে রবিবার সকাল দশটায় বিশালগড় কড়ুইমুড়া বাজার এলাকা থেকে গোপন খবরের ভিত্তিতে বাইক চুরির মূল মাস্টারমাইন্ড আরিফ খানকে গ্রেফতার করেন। পুলিশ চাইলে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে গোটা নেটওয়ার্ক নিজের আওতায় নিতে পারে। এদিকে গোটা বিশালগড় বাসীর পক্ষ থেকে দাবি উঠেছে অভিযুক্ত বিরুদ্ধে কঠোর শাস্তির।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য