Friday, April 19, 2024
বাড়িরাজ্যসন্ত্রাস, তোলাবাজি ও গণধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নামল বাম যুব সংগঠন

সন্ত্রাস, তোলাবাজি ও গণধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নামল বাম যুব সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মে : সন্ত্রাস, তোলাবাজি ও নেশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, কলেজ ছাত্রীর উপর গণধর্ষণের ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ করা সহ বিভিন্ন দাবি নিয়ে গত বিধানসভা ভোটের পর বৃহস্পতিবার রাস্তায় নেমেছে বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ। উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই -র রাজ্য সম্পাদক নবারুণ দেব।

 তিনি বলেন, সম্প্রীতি গণধর্ষণের শিকার হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক কলেজ পড়ুয়া ছাত্রী। ২০১৯ সালে মোহনপুরে একটি এক যুবতীর সাথে নারকীয় পাশবিক ঘটনা সংগঠিত হয়েছিল। ঘটনার সাথে যুক্ত নরপিচাশদের কঠোর শাস্তি হয়নি। তারপর থেকেই এ ধরনের ঘটনা রাজ্যে বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি আরো একটি ঘটনার সাক্ষী রয়েছে রাজ্যবাসী। গণধর্ষনের ঘটনার সাথে যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি জানানো হচ্ছে। তিনি আর বলেন রাজ্যে তোলাবাজি, সন্ত্রাস, নেশার রমরমা প্রতিনিয়ত বেড়ে চলেছে। এর থেকে রাজ্যকে বাঁচানোর জন্য সরকারের কাছে দাবি জানানো হচ্ছে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য। পাশাপাশি সরকারের কাছে দাবি জানানো হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং রেগা শ্রম দিবস বৃদ্ধি করা। সরকার যদি অবিলম্বে পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য