স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মে : আবারো স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতন হুলুস্থুল কান্ড। এবার এক করণিকের কাজকর্ম এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলে স্কুলে কতিপয় শিক্ষক শিক্ষিকা ডেকে নিয়ে গেল পুলিশ। শিক্ষা দপ্তরকে ঘুমে রেখে এক করণিকের কাজকর্মের গাফিলতি সহ দুর্ব্যবহারের অভিযোগ তুলে থানায় পাঠালেন কতিপয় শিক্ষক শিক্ষিকারা। গত কয়েক বছর আগেও এ ধরনের অভিযোগ স্কুলে এক কর্মীকে নিয়ে উঠেছিল। তবে স্কুলে এ ধরনের কান্ডকারখানা কিছুদিন পর পরই ঘটে চলেছে।
কাজে গাফিলতি শিক্ষিকা- পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহারে অভিযুক্ত করণিককে থানায় নিয়ে গেল পুলিশ। জানা যায়, এই শিক্ষা প্রতিষ্ঠানের করণিক পদে রয়েছেন রনেন্দ্র গোপাল ধর। উনার বিরুদ্ধে বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন অভিযোগ উঠছে। অভিযোগ পড়ুয়াদের স্টাইপেন্ড দেওয়া নিয়ে বছরের প্রবছর তালবাহান করছেন এই করণিক। এমনকি শিক্ষক- শিক্ষিকাদের সার্ভিস বুক নিয়েও তার কাজে অসংখ্য ত্রুটি ধরা পড়েছে। গরিব অংশের পরিবারের ছেলে- মেয়েরা এই করণিকের অপদার্থতার জন্য স্টাইপেন্ড পাচ্ছে না। অভিযোগ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাদের সঙ্গেও দুর্ব্যবহার করে আসছে এই করণিক। তার যন্ত্রণায় অতিষ্ঠ বিদ্যালয়ের অন্য কর্মীরাও। বৃহস্পতিবার ফের এক শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠে করণিকের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। অভিযুক্ত করণিককে থানায় নিয়ে যায়। এদিন পড়ুয়াদের অভিভাবকরাও ছেলে- মেয়েদের স্টাইপেন্ড না পাওয়া নিয়ে সরব হন। তারা এই করণিককে এই বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান। তবে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত করলে হয়তো মূল বিষয় বের হয়ে আসতে পারে।