স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জানুয়ারি : প্রধানমন্ত্রী রাজ্যে আসার চারদিন আগে জ্যাকস্যান গেইট স্থিত তিনটি কর্মচারি সংগঠনের অবৈধ ভাবে নির্মিয়মান কার্যালয় গত ৩১ জানুয়ারি ভেঙ্গে দেয় আগরতলা পুর নিগম। এতে তিন সরকারি কর্মচারী সংগঠনের ঠাঁই মিলছে না কোথাও। বহু ঘোরাঘুরি করে অবশেষে মেয়রের দারস্থ হলেন তিন সংগঠনের নেতারা। বিগত ২০১৭ সালে পোষ্ট অফিস চৌমুহনী থেকে স্থানান্তর করে এই স্থানে আসে জ্যাকশ্যান গেইট এলাকায়।
সোমবার ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন সহ আরো দুটি সংগঠনের প্রতিনিধিরা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের কাছে ডেপুটেশন প্রদান করেন। বিকল্প ব্যবস্থা করে দেওয়ার দাবিতে তাদের এই ডেপুটেশন প্রদান বলে জানান। মেয়র তাদের বিকল্প ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন বলে জানান ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা সমর রায়। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে শিশু উদ্যানের বিপণি বিতান বা উজ্জয়ন্ত মার্কেটে স্থান দেওয়া হবে। মেয়র দীপক মজুমদার জানান ডেপুটেশন প্রদানকারীরা জানিয়েছেন সরকারি জমির উপর তাদের অফিস গৃহ ছিল সেই বিষয়ে তারা অবগত ছিলেন না। তবে পুর নিগমের পদক্ষেপকে তারা সমর্থন করেন। বিকল্প ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে বলে জানান মেয়র।