লখনউ, ৩ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরি হিংসার ঘটনায় চার্জশিট দাখিল করল উত্তর প্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট্)। লখিমপুর খেরি হিংসা মামলায় মোট ১৪ জনকে অভিযুক্তকে করেছে বিশেষ তদন্তকারী দল। চার্জশিটে বীরেন্দ্র শুক্লা নামে আরও একজনের নাম যুক্ত করা হয়েছে, ভারতীয় দন্ডবিধির ২০১ নম্বর ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। প্রধান অভিযুক্ত করা হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিষকে।
সূত্রের খবর, সোমবার লখিমপুর খেরি হিংসার ঘটনায় লখিমপুর শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ হাজার পাতার চার্জশিট জমা দিয়েছে বিশেষ তদন্তকারী দল (সিট্), এই মামলায় মৃত্যু হয়েছে মোট ৮ জনের। চার্জশিটে বীরেন্দ্র শুক্লা নামে আরও একজনের নাম যুক্ত করা হয়েছে। পাশাপাশি দীর্ঘ এই চার্জশিটে প্রধান অভিযুক্ত করা হয়েছে আশিষকে। পুলিশ অফিসার এস পি যাদব এদিন জানিয়েছেন, ‘হ্যাঁ, চার্জশিট জমা দেওয়া হয়েছে।”