স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জানুয়ারি : রাজ্যে আসবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। তাই আগরতলা বিমানবন্দর থেকে স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত প্রশাসনিকভাবে রয়েছে চূড়ান্ত প্রস্তুতি। কিন্তু প্রধানমন্ত্রী রাজ্যে এসে বিদ্যারজ্যোতি প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। সরকারের এই প্রকল্পের মাধ্যমে রাজ্য শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণ করার প্রচেষ্টায় রয়েছে বলে অভিযোগ তুলে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশে ধর্না দেখিয়ে আসছেন বিধায়ক আশিস দাস।
তাই প্রধানমন্ত্রী রাজ্যে আসার আগে ধর্না থেকে সোমবার তুলে দিলেন বিধায়ক আশিস দাসকে। এদিন দুপুরে নাগাদ পুলিশ এসে আশিস দাসকে গ্রেপ্তার করে নিয়ে যেতে আসে। তিনি পুলিশকে প্রশ্ন করে বলেন, দেশে প্রধানমন্ত্রী আসবেন তার ঠিক। কিন্তু দিল্লিতে যন্তর মন্তরে তো প্রতিদিন ধর্না চলছে বিরোধীদের। সুতরাং এই ধর্নার মাধ্যমে প্রধানমন্ত্রীকে বুঝাতে চাওয়া হচ্ছে যেন সরকার শিক্ষা বেসরকারীকরণ করার সিদ্ধান্ত ইতিমধ্যেই প্রত্যাহার করে। আর এই ধর্না রাজ্যে শুরু কোন একটি অংশের নয়। প্রত্যেকটি পরিবারের সাথে জড়িত শিক্ষা। তাই রাজ্যবাসীর স্বার্থে ধর্নায় বসেছেন তিনি।
পরবর্তী সময় পুলিশ আশিস দাস সহ আরো ৬ জনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ কমপ্লেক্সের কালী মন্দির প্রাঙ্গণে। সেখানে নিয়ে দীর্ঘক্ষণ আটকে রাখে। আশিস দাস জানান, শিক্ষা প্রত্যেক পরিবারের সাথে জড়িত। শিক্ষা বেসরকারিকরণ করা হলে প্রত্যেক পরিবারের উপর প্রভাব পড়বে। তাই এই ধর্না দিয়ে ত্রিপুরাবাসীর অধিকার আদায় করা সম্ভব হবে। আর এ দায়িত্ব রাজ্যের কাউকে-না-কাউকে নিতে হবে। তাই তিনি লড়াইয়ে শামিল হয়েছেন। আর লড়াইয়ে রাজ্যবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি আরো সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রত্যেকটি মানুষকে বুঝতে হবে কৃষক আন্দোলনের মাধ্যমে তিনটি কৃষি আইন প্রত্যাহার হয়েছে। তাই এই আন্দোলনের মাধ্যমে রাজ্যে শিক্ষা বেসরকারিকরণ করার আইন প্রত্যাহার করা সম্ভব হবে। ত্রিপুরায় বিজেপি সরকার ২০১৮ সালের আগে ২৯৯ টি প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি পালন করেনি। এখন শিক্ষাকে বেসরকারিকরণ করার উদ্যোগ নিচ্ছে তারা। ধারাবাহিকভাবে আগামীদিনের রাজ্যের সবগুলি স্কুলকে বেসরকারিকরণ করে ফেলবে। তাই জাতপাত নির্বিশেষে এগিয়ে এসে শিক্ষা বেসরকারীকরণ করার আইন প্রত্যাহারের জন্য সরকারকে বাধ্য করতে আহ্বান জানান বিধায়ক আশিস দাস। পাশাপাশি তিনি আরো বলেন এ আন্দোলন আগামী দিনেও চলবে।