Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যউত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর বিশাল প্রাপ্তি : সুশান্ত

উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর বিশাল প্রাপ্তি : সুশান্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হবে মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের আন্তর্জাতিক মানের টার্মিনাল ভবনের। এক্ষেত্রে প্রধানমন্ত্রী যথেষ্ট সহযোগিতা করছেন। ৪৫০ কোটি টাকা ব্যয় করে এই টার্মিনাল নির্মাণ করা হয়েছে। অত্যাধুনিক পরিষেবাগুলি এই বিমানবন্দরে থাকবে।

 ত্রিপুরাবাসী এবং উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে এই বিমানবন্দর বিশাল প্রাপ্তি। মহাকরণে সোমবার সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রীর সফর সুচি সম্পর্কে জানাতে গিয়ে একথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পরে স্বামী বিবেকানন্দ ময়দানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখান সূচনা করবেন বিদ্যাজ্যোতি প্রকল্পের। রাজ্য সরকার নিজস্ব ফান্ড থেকে সি বি এস সি অনুমোদন প্রাপ্ত ১০০ টি স্কুলকে বাছাই করেছে। সেই স্কুলগুলিতে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয় করা হবে বলেও জানান তিনি। এই স্কুলগুলিতে পাঠরতদের শিক্ষার উন্নত পরিষেবা প্রদান করা হবে।

মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রামীন সমৃদ্ধি যোজনার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা রাজ্যের গ্রাম গুলিকে সমৃদ্ধশালী করতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্রামের উন্নয়নের জন্য প্রতিটি পঞ্চায়েতে এককালীন ৬ লক্ষ টাকা করে প্রদান করা হবে। এই প্রদেয় অর্থের পরেও সমস্ত দিক থেকে গ্রামের উন্নয়নের জন্য ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।  গ্রামের মানুষ যাতে উন্নত পরিষেবা পায় তার লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ বলেও জানান। এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য সকলের অংশের মানুষের কাছে আহ্বান জানান। আর উত্তর ও দক্ষিন ত্রিপুরা থেকে যারা এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য আসবেন তাদের জন্য অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্যসচিব শ্রীরাম তরণী কান্তী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য