স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মে : বর্তমানে নেশার মূল টাকে উপরে ফেলার চেষ্টা করা হচ্ছে। নেশা বাণিজ্যের সাথে যুক্ত কাউকে ছাড়া হবে না। তার জন্য সিট গঠন করা হয়েছে। বর্তমানে আবার বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। সরকারের উদ্দেশ্য দেখতে হবে।
শুধুমাত্র মুখে বলা নয়, বাস্তবেও তা প্রতিফলিত হচ্ছে। সরকার যা বলছে তাই করছে। শনিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সরকার তার লক্ষ্যে পৌঁছাবে বলেও আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন আরো বলেন, দেশের প্রধানমন্ত্রী সর্বদা বলে থাকেন নেশা মুক্ত ভারত গড়ার বিষয়ে। সেই মোতাবেক নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে। নেশার করাল গ্রাসে পরে বহু জেনারেশন নষ্ট হয়ে গেছে। এতদিন উপর থেকে নেশা বিরোধী অভিযান চালানো হতো।