স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জানুয়ারি : মঙ্গলবার অর্থাৎ আগামী ৪ জানুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের নব নির্মিত আন্তর্জাতিক টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিন তিনি স্বামী বিবেকানন্দ ময়দান থেকে রাজ্যবাসীকে সম্বোধন করবেন।
আর এই সফরকে ঘিরে সাজিয়ে তোলা হচ্ছে শহর আগরতলা। যে পথ ধরে বিমানবন্দর থেকে স্বামী বিবেকানন্দ ময়দান মুখী হবেন প্রধানমন্ত্রী সেই রাস্তার পাশে বসানো হয়েছে বাঁশের ব্যারিকেড। রাস্তার মধ্যে করা হচ্ছে মার্কিং। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বসানো হয়েছে সুউচ্চ তোরন। লাগানো হয় বড় বড় ফেস্টুন। বড়জলা এলাকায় রাস্তার পাশে লাগানো হয়েছে দলীয় পতাকা। রেলিং ও ডিভাইডারে পড়েছে রঙের প্রলেপ। মোতায়েন করা হয়েছে পুলিশ ও টি এস আর। সাদা পোশাকে পুলিশে থাকছে গোটা এলাকা জুড়ে। প্রধানমন্ত্রীর সঙ্গে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্যিয় সিন্ধিয়া। বিধায়ক ডাঃ দিলীপ দাস জানান মঙ্গলবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। এটা রাজ্যের জন্য আনন্দ ও গর্বের বিষয়। এম বি বি বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনাল সহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত সড়কের ৫ টি স্থানে স্থানীয় মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। জাতীয় সংস্কৃতি তুলে ধরা হবে এই স্থানগুলিতে। প্রধানমন্ত্রীর প্রস্থান পর্যন্ত কর্মীরা মাঠে থাকবে বলে জানান বিধায়ক ডাঃ দিলীপ দাস।