স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মে : অগ্নিকান্ডে ১০ টি দোকান পুড়ে ছাই। ঘটনা বিশালগড় মহাকুমা মধুপুর বাজারে। অগ্নিকান্ডের ঘটনার ভয়াবহতার জন্য পুলিশের দিকে আঙ্গুল তুললেন বিধায়িকা অন্তরা দেব সরকার। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে চারটা নাগাদ ভয়াবহ অগ্নিকান্ডের ফলে বাজারের দশটি দোকান আগুনে পুড়ে সম্পূর্ণভাবে ভস্মিভূত হয়ে যায়।
বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা সকলের। জানা গেছে এই ঘটনায় মধুপুর বাজারের আটটি স্থায়ী দোকান সহ দুইটি ডাক্তারের চেম্বার সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ঘটনার সময় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসীরা ঘটনাস্থলের ছুটে এসে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেয়। খবর পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে একটি ইঞ্জিন নিয়ে দ্রুত ছুটে আসে। পরে বাধারঘাট এবং বিশ্রামগঞ্জ থেকেও দমকলের দুইটি ইঞ্জিন ছুটে যায়।
দমকল কর্মীরা দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু আগুনের হাত থেকে বাজারের ১০ টি দোকানের কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে ছুটে আসে এলাকার বিধায়িকা অন্তরা দেব সরকার। বিধায়িকা অন্তরা দেব সরকার মধুপুর থানার পুলিশের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া তুলে ধরেন। তিনি জানিয়েছেন মধুপুর থানার পুলিশ রাতের বেলায় বাজার থাকে না। যদি মধুপুর থানা পুলিশ রাতের বেলা বাজারে কতব্যরত অবস্থায় থাকতো তাহলে আগুন বিস্তার লাভ করতো না। পরে বিধায়িকা অগ্নিকাণ্ডের ঘটনাটি বিশালগড় মহকুমা শাসক এবং বিশালগড় সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানান। প্রশাসনের আধিকারিকরা এসে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাথে কথা বলে সরকারিভাবে আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হবে। বিধায়িকা অন্তরা দেব সরকার জানিয়েছেন দশটি দোকানে প্রায় কোটি টাকার মতো সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য।