Thursday, January 16, 2025
বাড়িরাজ্যথানায় ধর্নায় বসলো আক্রান্ত পরিবার

থানায় ধর্নায় বসলো আক্রান্ত পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মে : সন্ত্রাস নিয়ে মুখ্যমন্ত্রী সমাজদ্রোহীদের সতর্ক করে বলেছিলেন রাজ্যে কোন হিংসাত্মক আক্রমণ, তোলাবাজি এবং হুমকি প্রদর্শনকারীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা গ্রহন করার জন্য স্পেশাল টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দেন। রঙ না দেখে ব্যবস্থা গ্রহণের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর এই বলিষ্ঠ পদক্ষেপকে রাজ্যের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ স্বাগত জানিয়েছে। প্রশংসা কুড়িয়েছে সর্বত্র।

 কিন্তু মুখ্যমন্ত্রীর কড়া বার্তা ও পদক্ষেপ গ্রহণের ঘোষণার পরেই একাংশ অত্যুৎসাহীর কারনে বদনামের অনগশীদার হচ্ছে সরকার ও শাসক দল। তাদের হিংসাত্মক কার্যকলাপ অব্যাহত। এমনই এক ঘটনা সামনে এল বৃহস্পতিবার। এদিন পূর্ব চানমারির বাসিন্দা দেবাশিস বর্মণ স্ব-পরিবারে এন সি সি থানায় ধর্নায় বসে। পুলিশের কাছে ঘটনা তুলে ধরেন। অভিযোগ বুধবার রাতে পূর্ব চামমারী এলাকায় একাংশ শাসক দলীয় অত্যুৎসাহী কর্মী ও নেতা মিলে হামলা চালায়। ধারাবাহিক ভাবে এই ধরনের আক্রমণের ঘটনা ঘটছে এলাকাজুড়ে। এই ক্ষেত্রে বেশ কিছু ব্যক্তির নাম জানান তিনি। অভিযুক্ত হলেন চার বড়জলা বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার সভাপতি রাজীব সাহা, ৬ নং ওয়ার্ডের কর্পোরেটর মিঠুন দাশ বৈষ্ণব, গৌতম দত্ত, আশীষ সাহা সহ তাদের সংগোপাঙ্গরা। প্রায় প্রতিদিন রাতের বেলায় এভাবে আক্রমণ সংগঠিত করছে তারা। অশ্লীল ভাষায় গালিগালাজ এবং ইট পাটকেল ছুড়ে বাড়িতে। আতঙ্কিত পরিবারটি। পরিবারের লোকজনদের আরো অভিযোগ গত ২৮ এপ্রিল মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে এ বিষয়ে অবগত করা হয়েছিল। কিন্তু তারপরও বন্ধ হচ্ছে না এই সন্ত্রাস। শাসক দল তারপরেও এই ধরনের আক্রমণ করার পেছনে মূলত কারণ হলো পুর নির্বাচনে তিনি সিপিআইএমের হয়ে প্রার্থী ছিলেন। তাই এভাবে আক্রমণ সংগঠিত করে চলেছে বলে অভিযোগ। অভিযুক্তদের যদি অবিলম্বে গ্রেফতার করা না হয় তাহলে তারা আগামী দিনে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে ধর্নায় সামিল হবে বলে জানান বাড়ি গৃহকর্তা দেবাশীষ বর্মন। এদিন এন সি সি থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে আগামী দিনে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য