স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মে : রাজধানীর আশ্রম চৌমুহনী স্থিত শতদল সংঘ সংলগ্ন উদ্বোধন হল হরেকৃষ্ণ মন্দিরের। ২০২২ সাল থেকে জন্মাষ্টমীর দিন থেকে শুরু হয়েছে হরে কৃষ্ণ মন্দিরের কর্মসূচী। কিন্তু ভক্তদের থাকার ব্যবস্থা না থাকায় এবার ভাড়া নিয়ে হরেকৃষ্ণ মন্দির খুললেন মঠ চৌমুহনী ইসকন মন্দির থেকে বের হয়ে যাওয়া একাংশ ভক্তরা।
এদিন বিগ্রহ প্রতিষ্ঠার ধর্মীয় অনুষ্ঠানে মন্দির কর্তৃপক্ষ জানান এই মন্দিরের সঙ্গে ইসকন মন্দিরের কোন সম্পর্ক নেই। এই মন্দিরের সম্পূর্ণ ভাবে পৃথক। গৌর নিতাই মন্দির প্রতিষ্ঠিত হলেও মূল মন্দির হবে জগন্নাথ, বলরাম , সুভদ্রার। মহা স্নান যাত্রার দিন জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠিত হবে। প্রায় ৩০০ জন ভক্ত রয়েছেন বলে দাবীন করেন পৃথক মন্দিরের দায়িত্বে থাকা পরমেশ্বর দাস।