Saturday, July 27, 2024
বাড়িরাজ্যহাওড়া রিভার ডেভলপমেন্ট প্রজেক্টের কাজ পরিদর্শন করলেন মেয়র

হাওড়া রিভার ডেভলপমেন্ট প্রজেক্টের কাজ পরিদর্শন করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মে : আগরতলা শহরকে সাজিয়ে তুলতে স্মার্ট সিটি প্রোজেক্টের অন্তর্ভুক্ত হাওড়া রিভার ডেভলপমেন্ট প্রজেক্টের কাজ চলছে। এই প্রজেক্ট এর মাধ্যমে হাওড়া নদীর বাঁধ নির্মাণ করে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। এই কাজে ব্যয় হবে প্রায় ১০১ কোটি টাকা। বুধবার বটতলা বনদপ্তরে অফিস সংলগ্ন এলাকায় নদীর বাঁধ নির্মাণের কাজ পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার।

 মেয়র কথা বলেন এই প্রজেক্টের দায়িত্বে থাকা কর্মীদের সাথে। পরে মেয়র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত বলেন। তিনি বলেন আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অন্তর্ভুক্ত হাওড়া রিভার ডেভেলপমেন্ট প্রজেক্টের মূল উদ্দেশ্যে নদীর তীর সুরক্ষিত করা, সাইক্লিং এর ব্যবস্থা করা, বিনোদন পার্ক নির্মান করা। আগামী দেড় বছরের মধ্যে ঝুলন্ত ব্রিজ থেকে দশমীঘাট পর্যন্ত হাওড়া নদীর তীরবর্তী ১.২ কিলোমিটার এলাকা এভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধের নিচে এই প্রজেক্টর মধ্যেই তৈরি হচ্ছে রাস্তা। নদীর পাশে রাস্তা বাঁধ নির্মাণ সম্পন্ন হয়ে গেলে আর গাড়ি চলাচল করতে পারবে না বলে জানান মেয়র দীপক মজুমদার। মেয়র আরো জানান এই প্রজেক্টের কাজ সম্পন্ন হয়ে গেলে আগরতলা শহরে এক অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠবে গোটা এলাকা। মানুষ সময় কাটাতে এলাকায় আসতে পারবে। এবং আগে যেভাবে নদীতে পরিত্যক্ত জিনিস ফেলা হতো সে সময় পরিত্যক্ত জিনিস ফেলার কোন ব্যবস্থা আর থাকবে না। সৌন্দর্যের বৃদ্ধি করার জন্য এই কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। তবে এলাকায় নদীর তীরবর্তী কিছু পরিবারের সমস্যা হবে। তাদের আলোচনার মাধ্যমে বস্তি থেকে সরানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান মেয়র। এদিন পরিদর্শনের সময় মেয়রের সঙ্গে ছিলেন নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য