স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মে : ব্যারিকের বেড়া ভেঙে ঘরে প্রবেশ করল পুলিশের গাড়ি। সেই সময় ব্যারেকের ভেতর ছিলেন তিন পুলিশকর্মী। ঘটনাস্থলে আহত হয় তারা সকলে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে বিলোনিয়া থানা সংলগ্ন পুলিস ব্যারাকে। জানা গেছে রাতের বেলা ব্যারাকে খাবার খাচ্ছিলেন পুলিশ কর্মীরা। আচমকা পুলিশেরই একটি বোলেরো গাড়ি ব্যারাকের বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে যায়।
এতে আহত হন তিন পুলিশ কর্মী। ঘটনায় হতবম্ব সকলকে। শব্দ পেয়ে ছুটে আসেন অন্য পুলিশ কর্মীরা। সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেওয়া হয়। তারা ছুটে এসে আহতদের বিলোনিয়া হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর গাড়ি চালক পালিয়ে গেলেও সহকারি চালককে পুলিশ আটক করেছে। প্রশ্ন উঠছে কিভাবে এই ঘটনা ঘটলো? চালকের অসতর্কতা, নাকি অন্য কোন কারণ রয়েছে? আরও বড় ধরণের বিপত্তি ঘটলে এর দায় কে নিত?