Sunday, May 28, 2023
বাড়িরাজ্যপিতার বিরুদ্ধে মুখ খোলায় দুই ছেলেকে অপহরণ করার হুমকি

পিতার বিরুদ্ধে মুখ খোলায় দুই ছেলেকে অপহরণ করার হুমকি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মে : কুখ্যাত নেশা কারবারি এবার দুই ছেলেকে অপহরণ করে প্রাননাশের হুমকি দিয়ে চলেছে বলে অভিযুক্ত পিতা। অভিযুক্তের নাম কাবিল হোসেন। জানা যায়, ১৪ বছর আগে সোনামুড়া থানার অন্তর্গত করালিয়া মুড়া এলাকার ফজল মিঞার ছেলে কাবিল হোসেন শ্রীমন্তপুর এলাকার আতিকুল ইসলামের একমাত্র মেয়ে সালমা খাতুনের সঙ্গে সামাজিক রীতিনীতি অনুসারে বিবাহ হয়েছিল। বিয়ের কিছুদিন পর থেকেই সালমা খাতুন এর উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে কাবিল হোসেন।

এই নির্যাতনের পরেও সালমা খাতুন স্বামীর সংসার ছেড়ে আসতে রাজি হয়নি। তারপর তাদের ঘরে দুই পুত্র সন্তানের জন্ম হয়। অন্যদিকে কাবিল হোসেন একজন আন্তর্জাতিক নেশা ব্যবসায়ী ছিলেন। কাবিল হোসেন বাংলাদেশ থেকে ত্রিপুরায় স্বর্ণ পাচার করত। এবং ত্রিপুরা থেকে বাংলাদেশে নেশা সামগ্রী পাচার করত। শুধু তাই নয় কাবিল হোসেন এলাকার অনেক মানুষের সাথে প্রতারণা করে বিভিন্নভাবে টাকা আত্মসাৎ করে। কাবিল হোসেনের বিরুদ্ধে সোনামুড়া থানায় একাধিক ধারায় মামলাও রুজু হয়। একসময় সালমা খাতুনের উপর অত্যাচারের মাত্রা বেড়ে গেলে বাধ্য হয়ে সালমা খাতুন তার দুই ছোট সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসতে বাধ্য হয়। অন্যদিকে পুলিশের মামলার চাপে এলাকার মানুষের সাথে প্রতারণা করে টাকা আত্মসাৎ এর চাপে কাবিল হোসেন রাজ্য ছেড়ে বিদেশে পালিয়ে যায়।

 পরে অভিযুক্ত কাবিল হোসেনের প্রতারণার জন্য এলাকার মানুষ সালমা খাতুনকে চাপ দিতে থাকে। তাদের টাকা পরিশোধ করার জন্য বাধ্য হয়ে সালমা খাতুন নিজের ছোট ছোট দুই শিশু সন্তানকে বাপের বাড়িতে রেখে বহিরাজ্যে কাজের উদ্দেশ্যে চলে যায়। বুধবার সালমা খাতুনের আট বছরের ছোট্ট নাবালক ছেলে তার বাবা কাবিল হোসেনের বিরুদ্ধে পিতার সমস্ত কর্মকাণ্ড নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করে। আট বছরের ছোট্ট নাবালক শিশুটি জানিয়েছে তার বাবা একজন আন্তর্জাতিক নেশা কারবারি ছিল। শুধু তাই নয় এলাকার অনেক মানুষের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। তার বিরুদ্ধে সোনামুড়া থানায় একাধিক মামলাও হয়। বর্তমানে সোনামুড়া জেলা আদালত থেকে কাবিল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে। তার মানে কাবিল হুসেনকে যেখানেই পাওয়া যায় সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করবে। ছোট্ট নাবালক শিশুটি আরো জানিয়েছে বিদেশ থেকে কাবিল হোসেন ছোট্ট দুই নাবালক ছেলেকে ফোনের মাধ্যমে হুমকি দিয়ে বলছে ছোট্ট দুই নাবালক ছেলেকে অপহরণ করে খুন করা হবে। এই ভয়ে শিশুরা স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছে। সোনামুড়াবাসী কুখ্যাত নেশা কারবারি কাবিল হোসেনের কঠোর শাস্তির দাবি করেন এদিন। এখন দেখার বিষয় সোনামুড়া থানার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্ত কাবিলের বিরুদ্ধে। তবে এদিকে প্রশ্ন উঠছে পুলিশ কেন অভিযুক্তকে রাজ্যের বাইরে থেকে গ্রেফতার করার কোন পদক্ষেপ গ্রহণ করছে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য