স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মে : গত ২৪ ঘন্টায় মারন ভাইরাসের চতুর্থ ঢেউয়ে সবচেয়ে অধিক সংক্রমণ ধরা পড়েছে। রাজ্যে ১ হাজার ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে সংক্রমণের সন্ধান পাওয়া গেছে। বুধবার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বুলেটিন প্রকাশ করে এই খবরটি নিশ্চিত করা হয়। পাল্লা দিয়ে সংক্রমনের হার বেড়েছে অনেকটাই। বর্তমানে সংক্রমণের হার ১.৩১ শতাংশ।
আক্রান্তের তুলনায় সুস্থতার হার বলা যায় অনেকটাই কম। গত ২৪ ঘন্টায় করোনা থেকে মাত্র তিনজন সুস্থ হয়েছে। নতুন করে যারা সংক্রমিত হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে দক্ষিণ জেলায়। দক্ষিণ জেলায় ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছে ৮ জন, ঊনকোটি জেলায় সংক্রমিত হয়েছে তিনজন, ধলাই জেলা, খোয়াই জেলা এবং উত্তর জেলায় একজন করে মোট তিনজন সংক্রমিত হয়েছে। স্বস্তির দিক হলো নতুন করে পশ্চিম জেলা এবং সিপাহীজেলায় কোন সংক্রমণ হয় নি। বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ জন। আপাতত কোন মৃত্যুর খবর নেই। যারা সংক্রমিত হচ্ছে তাদের শারীরিক অবস্থার দিকে নজর রাখছে স্বাস্থ্য প্রশাসন। তবে ইতিমধ্যে যেভাবে সংক্রমণ বাড়ছে তাকে জনবহুল এলাকা অর্থাৎ বাজার হাট, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে চিন্তা বাড়াচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন কঠোর নির্দেশিকা জারি হয়নি। তারপরও সংক্রমণ রুখতে আগের মত নির্দেশিকা মেনে চলা জরুরি বলে মনে করছে স্বাস্থ্য দপ্তর।