স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : আমবাসা পুর পরিষদ এবং মহাকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে খাস জমি দখল মুক্ত হয় মঙ্গলবার। মহকুমা প্রশাসনের ম্যাজিস্ট্রেট কৃত্তিকা সাহার নেতৃত্বে আমবাসা বাজার এলাকায় নির্মিত চন্দন দাসের টিনের ছাউনি দেওয়া ঘরটিকে ড্রজার দিয়ে ভেঙ্গে জমি দখল মুক্ত করা হয়। জানা যায়, আমবাসা বাজারের পূর্বাংশে তৈরি করা হবে সিটি সেন্টার। সেই লক্ষ্যে অবৈধ নির্মাণটি ভেঙ্গে দেওয়া হয়েছে।
পাশাপাশি অন্যান্য অবৈধ ভাবে জমি দখলকারিদের মহকুমা প্রশাসনের পক্ষে উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছিল। চন্দন দাসের অবৈধ নির্মাণ ভেঙ্গে দেওয়ায় বাজারের পূর্ব প্রান্তে সরকারি খাস ভূমি দখলদারদের মাথায় চিন্তার ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে। ম্যাজিস্ট্রেট কৃত্তিকা সাহা বলেন, সিটি সেন্টার নির্মাণ শেষে যারা দখলদার হিসেবে ছিল তাদেরকে প্রথমে প্রাধান্য দেওয়া হবে। এবং যাদেরকে নোটিশ দেওয়া হয়েছে তারা নিজ থেকে যদি অবৈধ ঘর ভেঙ্গে সরিয়ে নেয়, তাহলে প্রশাসনের পক্ষ থেকে ঘর ভাঙতে হবে না।