স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : প্রশাসনিক শীর্ষ স্তরে রদ বদল হলো মঙ্গলবার। রাজ্যপালের নির্দেশে টিসিএস এবং আইএএস পদে নয় জন আধিকারিকের রদ বদল হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাসকে ত্রিপুরা মানবাধিকার কমিশনের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। ত্রিপুরা মানবাধিকার কমিশনের সচিব প্রদীপ কুমার চক্রবর্তীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। টি সি এস সুইথুইফ্রু মগকে সমবায় সমিতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিম্বিসার ভট্টাচার্যকে সর্বশিক্ষা অভিযানের অতিরিক্ত আধিকারিকের পদ থেকে সরিয়ে তথ্য সংস্কৃতি দপ্তরে অধিকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শুভাশিষ বন্দ্যোপাধ্যায়কে অতিরিক্ত মুখ্য নির্বাচনী কর্মকর্তা থেকে প্রাথমিক শিক্ষা বিভাগের অধিকতা হিসেবে দায়িত্ব পেয়েছেন পাশাপাশি সর্বশিক্ষা অভিযানে এস পি ডি -র দায়িত্ব পেয়েছেন। কারা দপ্তরের মহা করেছেন।
জমি দখলমুক্ত করল প্রশাসনপরিচালক অদিতি মজুমদারকে আপাতত দায়িত্ব থেকে সরানো হয়েছে। সুমিতা চক্রবর্তীকে জে আর বি টি থেকে স্বরাষ্ট্র দপ্তরের উপসচিব করা হয়েছে। দেবস্মিতা কিলিকদারকে স্বরাষ্ট্র দপ্তরের উপসচিব পদ থেকে জে আর বি টি দায়িত্ব দেওয়া হয়েছে।