Sunday, May 18, 2025
বাড়িবিশ্ব সংবাদচার্লসের অভিষেকের ৪দিন আগে বাকিংহামপ্রাসাদের বাইরে ছুরিসহ একজন গ্রেপ্তার

চার্লসের অভিষেকের ৪দিন আগে বাকিংহামপ্রাসাদের বাইরে ছুরিসহ একজন গ্রেপ্তার

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,৩ মে: নতুন ব্রিটিশ রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানের চারদিন আগে শটগানের কার্তুজ ছোড়ার সন্দেহে বাকিংহাম প্রাসাদের বাইরে থেকে একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে লন্ডন পুলিশ।তারা ওই এলাকায় একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানোর কথাও নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।পুলিশ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এক ব্যক্তি বাকিংহাম প্রাসাদের ফটকের দিকে অগ্রসর হয়ে কিছু বস্তু প্রাসাদের মাঠের দিকে ছুড়ে দেয়; ওই বস্তুগুলো শটগানের কার্তুজ বলেই সন্দেহ করা হচ্ছে। পুলিশের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করেন।“আক্রমণাত্মক অস্ত্র আছে সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ছুরি পাওয়া যায়,” পরে এক বিবৃতিতে জানায় লন্ডন মেট্রোপলিটন পুলিশ।এ ঘটনাকে আপাতত সন্ত্রাসবাদ সংক্রান্ত বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে না, বলেছে তারা।

শনিবার নতুন ব্রিটিশ রাজা চার্লসের অভিষেক অনু্ষ্ঠান, তার প্রস্তুতিতেই এখন ব্যস্ত সময় পার করছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো। অভিষেক অনুষ্ঠানে লন্ডনের রাস্তায় রাস্তায় সাধারণ মানুষের ব্যাপক ঢল দেখা যাবে বলেই প্রত্যাশা করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেবেন আনুষ্ঠানিক আয়োজনে।মঙ্গলবারের ওই ঘটনার সময় রাজা বা তার স্ত্রী ক্যামিলা কেউই প্রাসাদে ছিলেন না, জানিয়েছে বাকিংহাম প্রাসাদ।পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সাবধানতার অংশ হিসেবে বিশেষজ্ঞরা একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছেন। গ্রেপ্তার ব্যক্তির কাছে একটি সন্দেহজনক ব্যাগ পাওয়ার পর ওই এলাকার চারপাশ নিরাপত্তা বাহিনী ব্যারিকেড দিয়ে ঘিরে দিলেও পরে তা তুলে নেওয়া হয়।“কোনো গুলি কিংবা পুলিশের কোনো কর্মকর্তা বা সাধারণ মানুষের আহত হওয়ার খবর পাওয়া যায়নি,” বলেছেন পুলিশের মুখ্য সুপারিনটেন্ডেন্ট জোসেফ ম্যাকডোনাল্ড।২০১৬ সালে বাকিংহাম প্রাসাদের মাঠ থেকে সীমানা দেয়াল টপকানো নিরস্ত্র এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। আর দুই বছর আগে বড়দিনে উইন্ডসর প্রাসাদ থেকে মাস্ক পরা এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল, যার হাতে ছিল ধনুক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!