স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : রাজ্যে বাড়ছে মারণ ভাইরাস সংক্রমণ। এখন পর্যন্ত রাজ্যে ২৩ জন করোনা সক্রিয় রোগী রয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বুলিটিন প্রকাশ করে জানানো হয়েছে ৯৬৩ জনের নমুনা পরীক্ষা করে আরো পাঁচ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে পশ্চিম জেলায় রয়েছে একজন।
দক্ষিণ জেলা এবং ধলাই জেলায় একজন করে দুজনের শরীরে সংক্রমণ পাওয়া গেছে। তবে উত্তর ত্রিপুরা জেলায় দুজনের শরীরে সংক্রমণ সনাক্ত হয়েছে। বর্তমানে রাজ্যে পজিটিভিটির হার ০.৫২ শতাংশ। তবে সংক্রমনের চতুর্থ ঢেউয়ে স্বস্তি দিক হল মৃত্যুর খবর নেই। যারা আক্রান্ত হচ্ছেন তারা হোম আইসোলেশনে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে থাকছে। নতুন করে এদিন সুস্থ হয়েছে ৬ জন। স্বাস্থ্য দপ্তর আক্রান্ত রোগীদের পর্যবেক্ষণে রাখছে বলে দপ্তর সূত্রে খবর।