স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : মঙ্গলবার প্রজ্ঞা ভবনে বিনিয়োগকারী সংস্থাগুলি নিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আলোচনার টেবিলে বসেন। এদিন বৈঠকে বিভিন্ন বিনিয়োগকারী সংস্থা মৌ স্বাক্ষর করে ত্রিপুরায় বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছে।
পরবর্তী সময় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রজ্ঞা ভবনে ২ নম্বর হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান, অনেকদিন ধরেই সামিটের জন্য প্রস্তুতি ছিল। প্রায় ১৪১ জন বিনিয়োগকারী এদিন সামিটে অংশগ্রহণ করেছে। এ ধরনের বহু বিনিয়োগকারী যাতে ত্রিপুরায় আসে তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে। সবচেয়ে বেশি যাতে অর্থ বিনিয়োগ করা যায় সেই সুবিধা দেওয়া হয়েছে।
বিদ্যুতের ক্ষেত্রেও সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি বিনিয়োগকারী সংস্থাগুলির জন্য ঋণ দেওয়ার জন্য বিশেষ সুযোগ সহ বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। ফলে এদিন সামিটে বহু বিনিয়োগকারী সংস্থা অংশ নিয়েছে। বেশ কয়েকটি বিনিয়োগকারী সংস্থাগুলি মৌ স্বাক্ষর করেছেন। প্রায় ৩১২ কোটি টাকা রাজ্যে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে বিনিয়োগকারী সংস্থা গুলি। মুখ্যমন্ত্রী আরো বলেন, এডিসি এলাকায় একটি মেডিকেল কলেজ স্থাপন করা উদ্যোগ নিয়েছে সরকার। সেই কলেজে অর্থ বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বিনিয়োগকারী সংস্থা। মুখ্যমন্ত্রী আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো বলেন, অর্থ ব্যয় করার জন্য ইনফ্রাস্ট্রাকচারের খুব প্রয়োজন। তবে সেদিকে বিশেষ নজর দিয়ে এগিয়ে চলেছে সরকার। প্রধানমন্ত্রীর মাগদর্শনে রাজ্যের যেভাবে উন্নয়ন হচ্ছে তাতে বলা যায় আগামী দিনে দক্ষিণ এশিয়ায় বড় করিডোর হয়ে উঠছে। রাজ্য ব্যবসার ক্ষেত্রে হাব গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করে মুখ্যমন্ত্রী। এতে করে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, টি আই ডি সি -র চেয়ারম্যান নবদল বণিক।