Friday, January 24, 2025
বাড়িরাজ্যরোগীদের আর্থিক সহযোগিতা নেওয়ার জন্য চালু হলো অনলাইনে পোর্টাল

রোগীদের আর্থিক সহযোগিতা নেওয়ার জন্য চালু হলো অনলাইনে পোর্টাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মে :  সোমবার সচিবালয়ে বসে বেনিফিসারি ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি পোটালের উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস। দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে কম্পিউটারের মাধ্যমে এই পোর্টালের উদ্বোধন করেন মন্ত্রী। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, দুর্নীতি বন্ধের জন্য সরকারি ব্যবস্থাপনা চালু করতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার চালু করেছিলেন।

 রাজ্য সরকার সেই মার্গদর্শনে অনলাইন মুডে সরকারি লেনদেন সহ সমস্ত কিছু অনলাইনে চালু করার চেষ্টা করছে। এবং আর্থিকভাবে দুর্বল তপশিলি অন্তর্ভুক্ত রোগীরা হাসপাতালে ভর্তি হলে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করা হয়। যেমন কোন রোগী যদি আর্থিক দুর্বলতা দেখিয়ে মন্ত্রীর কাছে সহযোগিতা চায় তাহলে তাকে প্রথম অবস্থায় ১৫ হাজার টাকা সহযোগিতা করা যায়। তারপর সংশ্লিষ্ট দপ্তরের সচিবের কাছে যদি সহযোগিতা চায় তাহলে আবার ৯ হাজার টাকা সহযোগিতা পায়। অপরদিকে যদি দপ্তরের ডাইরেক্টরের কাছে সহযোগিতা চায় তাহলে ছয় হাজার টাকা সহযোগিতা করা হয়।

 আবার কেউ যদি জেলা শাসক পর্যায়ে সহযোগিতা চায় তাহলে জেলা শাসক মারফত ২০০০ টাকা সহযোগিতা করা যায়। এবং যদি মহকুমা শাসক মারফত সহযোগিতা চায় তাহলে দেড় হাজার টাকা প্রদান করা হয়। এতদিন এই আর্থিক সহযোগিতা প্রশাসনিক কর্মীরা রোগীর হাতে তুলে দেওয়া হতো। এখন থেকে এই সহযোগিতা বেনিফিসারি ম্যানেজমেন্ট সিস্টেম পোটালের মাধ্যমে আর্থিক সহযোগিতার জন্য আবেদন করতে পারবে। এদিন বেনিফিসারি মেনেজমেন্ট সিস্টেম পোর্টালের উদ্বোধন করা হয়। আবেদন অনুযায়ী ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার দ্বারা ব্যাংক একাউন্টে আর্থিক সহযোগিতা পেয়ে যাবে বেনিফিশিয়ারা। মন্ত্রী আরও জানান যদি কেউ হাসপাতালে চিকিৎসার পর সহযোগিতা চায় তা হল সে ব্যক্তি আর্থিক সহযোগিতা পাবে। আর কেউ যদি অনলাইনে আবেদনের ফর্ম পূরণ করতে না পারে তাহলে জেলা কিংবা মহকুমা স্তরে এস সি অফিসে গিয়ে সহযোগিতা নিয়ে এই ফর্ম পূরণ করে আর্থিক সহযোগিতা নেওয়ার সুবিধা রয়েছে। সুতরাং এখন থেকে অফলাইনে আর কোন আবেদন গ্রহণ করা হবে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য