স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ এপ্রিল : মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে রাজ্যে ক্রমশ উদ্বেগ বাড়ছে। বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। রবিবার স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত হওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে আরো সাতজন। এর মধ্যে পশ্চিম জেলা, গোমতি জেলা এবং ঊনকোটি জেলায় একজন করে মোট তিনজন সংক্রমিত হয়েছে। অপরদিকে উত্তর জেলা এবং সিপাহীজলা জেলাতে দুজন করে মোট চারজন সংক্রমিত হয়েছে।
সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে বর্তমানে ০.৮১ শতাংশ। বেড়েছে সক্রিয় রোগের সংখ্যা। সক্রিয় রোগী রয়েছে ২৫ জন। অভিজ্ঞ মহল মনে পড়ছে সংক্রমণ রুখতে ইতিমধ্যে নমুনা পরীক্ষার হার বাড়ানোর প্রয়োজন। বিশেষ করে বাজার হাট সহ জনবহুল এলাকা গুলিতে নমুনা পরীক্ষা করা অত্যন্ত জরুরি। কারণ সংক্রমণের উপসর্গ নিয়ে মানুষ ঘুরাফেরা করছে। কিন্তু সচেতনভাবে হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষার করছে না। তাতে সংক্রমণ বিস্তার ঝুঁকি বাড়ছে বলা যায়। এদিকে সুস্থতার হার নিয়েও চিন্তা বাড়াচ্ছে। গত ২৪ ঘন্টায় ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করে সাতজনের সংক্রমণ ধরা পড়লেও, নতুনভাবে কেউ সুস্থ হওয়ার খবর নেই।