স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ এপ্রিল : রবিবার রাজধানীর অরুন্ধতিনগর স্থিত সর্বধর্ম মিশনের প্রধান কার্যালয়ে পশ্চিম ত্রিপুরা শ্রী শ্রী গুরু মহারাজের ১৪১ তম জন্মোৎসব উপলক্ষ্যে রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়। স্মৃতি মন্দিরে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার , বিধায়িকা মিনারানী সরকার, কর্পোরেটার বাপি দাস , কর্পোরেটার অভিজিৎ মল্লিক, কর্পোরেটার অলক রায় সহ অন্যান্যরা।
নির্বাচনের সময় রক্তের সঙ্কট দেখা দেয়। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী সকলের উদ্দেশ্যে আহ্বান জানান রক্তদানে এগিয়ে আসার জন্য। তাঁর এই আহ্বানে সাড়া দিয়ে রাজ্য জুড়ে হচ্ছে রক্তদান শিবির। পিছিয়ে নেই ধর্মীয় প্রতিষ্ঠান গুলিও। রক্তের কোন ধর্ম, জাত পাত থাকে না। তাই এই দানের আয়োজন করা শ্রেষ্ঠ ও কর্ম বলে জানান মেয়র দীপক মজুমদার। এদিন আয়োজিত রক্তদান শিবির করেন মেয়র দীপক মজুমদার। এবং রক্তদাতাদের উৎসাহিত করেন।