স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ এপ্রিল : স্বামীকে গ্রেপ্তার করতে আসা পুলিশের সাথে কংগ্রেস কর্মীর স্ত্রীর ধস্তাধস্তি। ঘটনা বিশালগড় ঘনিয়ামারা এলাকায়। কংগ্রেস কর্মীর নাম টিটু আহমেদ। কংগ্রেস কর্মী টিটুর বিরুদ্ধে অভিযোগ বিগত বিধানসভা নির্বাচনের সময় সে বহু বেআইনি কাজকর্মের সঙ্গে জড়িত ছিল। তখন তার বিরুদ্ধে থানায় মামলা হয়।
সে মামলার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানার পুলিশ শনিবার তার বাড়িতে গ্রেপ্তার করতে যায়। তখন তার স্ত্রী ঘর থেকে বের হয়ে এসে পুলিশের কাজে বাধা দেয়। অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এবং ধস্তাধস্তি হয় পুলিশের সাথে তার স্ত্রীর। পুলিশ তদন্তের জন্য স্ত্রীর মোবাইল ফোন কেড়ে নেয়। বাড়ির সিসি ক্যামেরা বাজেয়াপ্ত করে পুলিশ। টিটুর স্ত্রীর বক্তব্য ব্যক্তিগত মোবাইল ফোন এভাবে ছিনিয়ে নেওয়া ঠিক হয়নি। এবং বিরোধী দলের কর্মী বলে এ ধরনের হেনস্থা পরিবারের উপর নামে আনা তার প্রতিবাদ জানান। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ধারণ করা হচ্ছে পুলিশ থানায় জমা হওয়া অভিযোগের সুষ্ঠু তদন্ত করবে।