স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ এপ্রিল : ধর্মনগর পূর্বহুরুয়া গ্রাম পঞ্চায়েতে চলছে ষড়যন্ত্র।অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দিলেন সাতজন পঞ্চায়েত সদস্য। শেষ পর্যন্ত ব্লকের বিডিও আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার বিবরণে জানা যায়, ধর্মনগর পূর্বহুরুয়া গ্রাম পঞ্চায়েত ১৩ আসনের মধ্যে উপ-প্রধান সহ ৭ জন নির্বাচিত সদস্য বিগত বছরের আগস্ট মাসে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পঞ্চায়েত অফিসারের কাছে জমা দেয়।
কিন্তু এত মাস অতিক্রান্ত হওয়ার পরেও কোন ধরনের সরকারি পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এদিকে যে সাতজন অনস্থা প্রস্তাব এনেছিল তাদেরকে বিভিন্নভাবে প্রতারণার শিকার হতে হয় বলে অভিযোগ। এমনকি পঞ্চায়েতের কোন অনুষ্ঠানে তাদের আমতন্ত্র জানানো হয় না। এবং দীর্ঘ সাত থেকে আট মাস কোন ধরনের সাম্মানিক দেওয়া হয়নি বলে অভিযোগ। অবশেষে শনিবার পূর্ব হরুয়া গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে এই সাতজন সদস্য বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে কালাছড়া আর ডি ব্লকের ভিডিও ছুটে যান। তাদের অভিযোগ শুনেন। অভিযোগ শোনার পর সব অনুষ্ঠানে এই সাতজনকে আমতন্ত্র জানানো হবে এবং মাসিক সরকারি সম্মানিত পাবেন বলে আশ্বাস দিলে বিক্ষোভ প্রত্যাহার হয়।