স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ এপ্রিল : গড়িয়া ফেস্টিভ্যাল এবং ট্রেডিশনাল ফুড ফেস্টিভ্যাল ২০২৩ শুরু হলো আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে। শনিবার সন্ধ্যায় এর সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বক্তব্য রেখে গড়িয়া ফেস্টিবল উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন গড়িয়া মানে মঙ্গল।
পরিবার এবং সমাজের মঙ্গল কামনা করে গড়িয়া উৎসব করা হয়। হিন্দু জনজাতিদের জন্য গড়িয়া একটি অন্যতম প্রধান উৎসব। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে এই পূজার আয়োজন করে জনজাতিরা। আগে শুধু জনজাতিদের জন্য এই উৎসব ছিল। এখন এই উৎসব সকলের। সব অংশের মানুষ এই পূজায় অংশ নেয়। এই ঐতিহ্যবাহী পূজার মধ্য দিয়ে জাতি জনজাতিদের ঐক্য আরো বেশি সুদৃঢ় হবে বলে আশা ব্যক্ত করলে মেয়র। পরে তিনি স্টল গুলো ঘুরে দেখেন। কি ধরনের খাবারের আয়োজন করা হয়েছে সেটিও ঘুরে দেখেন তিনি। রকমারি প্রসাধন সামগ্রী নিয়েও বসে দোকানিরা। সেই সঙ্গে ছিল অলংকারের সমারোহ।