স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ এপ্রিল : প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের ১০০ তম পর্ব উপলক্ষে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশের মতো ত্রিপুরা রাজ্যেও মন কি বাত অনুষ্ঠানের বিশেষ আয়োজন করা হয়েছে। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য।
তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিমাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠান করেন। তারই অঙ্গ হিসেবে ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত -এর ১০০ তম পর্ব অনুষ্ঠিত হবে। এদিন সারাদেশে মন কি বাত অনুষ্ঠানে সাড়া জাগাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
একইভাবে ত্রিপুরা রাজ্য ৩৩২৮ টি বুথের ১৫১৫ টি জায়গায় ১০০ থেকে ৫০০ সংখ্যা দিয়ে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যে মন কি বাত অনুষ্ঠান সুচারুভাবে করতে উদ্যোগ নিয়েছেন ইনচার্জ কিশোর বর্মন। রাজ্যের তিনজন সংসদ আমবাসা, সোনামুড়া এবং শান্তিরবাজারে মন কি বাত অনুষ্ঠানে অংশ নেবেন। এবং প্রদেশ সভাপতি উদয়পুরে মন কি বাত অনুষ্ঠান শুনবেন। এছাড়াও যারা শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছে তারাও মন কি বাত অনুষ্ঠানে অংশ নেবেন।