স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ এপ্রিল : আন্তর্জাতিক ও জাতীয় মহিলা কুস্তিগীরদের হেনস্তার অভিযোগ সরকারের গোচরে আনা সত্ত্বেও কোন প্রতিকার হয়নি। অভিযোগকারীরা দিল্লী পুলিশের কাছে এফ আই আর করতে গেলেও তারা এফ আই আর রেজিষ্ট্রি করে নি। এই ঘটনার প্রতিবাদে এবং ব্রিজ ভূষন সিং-কে সমস্ত পদ থেকে অপসারন, তাকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে মহিলা কুস্তিগীরগণ দিল্লীর যন্তর মন্তরে গত সাত দিন যাবত গণঅবস্থান করছে।
তাদের এই দাবি ও আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এ আই ডি এস ও, এ আই এম এস এস, এ আই ডি ওয়াই ও -এর সর্বভারতীয় নেতৃত্ব যন্তর মন্তরে গিয়ে ধর্ণায় বসে। এবং সংগঠনগুলি রাজ্যে প্রতিবাদ সভা, মিছিল, বিক্ষোভ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহন নিয়েছে। এর অঙ্গ হিসাবে আগরতলার সিটি সেন্টারের সামনে শনিবার এই তিন সংগঠনের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তব্য রাখেন এ আই ডি এস ও-এর রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচায্য। তিনি এই বিষয়ে তুলে ধরেন।