স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ এপ্রিল : করোনায় নতুন করে সংক্রমিত হয়েছে আরো ৬ জন। স্বাস্থ্য দপ্তরের বুলিটিন অনুযায়ী জানা যায় ৯১৪ জনের নমুনা পরীক্ষা করে ছয় জনের শরীরে সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে পশ্চিম জেলার বাসিন্দা দুজন। সিপাহীজলা জেলার বাসিন্দা একজন এবং দক্ষিণ জেলার তিনজন। বর্তমানে সংক্রমিত রোগীর সংখ্যা ১৮ জন। পজিটিভিটির হার ০.৬৬ শতাংশ।
তবে আগের মত মরণ ক্ষমতা না থাকলে করোনা ভাইরাস এখনো বিপদজনক। তবে রাজ্যে পজেটিভিটি রেট যথেষ্ট কম রয়েছে। সার্বিকভাবে সবচেয়ে চিন্তার বিষয় হলো সচেতনতার অভাব। এখনো মানুষের মধ্যে সচেতনতা আসে নি। ধীরে চলো নীতি নিয়ে সংক্রমণ এগিয়ে চলেছে বলে অনেকের ধারণা সংক্রমণের গতি অনেকটাই দুর্বল। কিন্তু ইতিমধ্যে ৮ মাসের শিশু সংক্রমিত হওয়ার খবরও রয়েছে ঊনকটির জেলায়। স্বস্তির দিক হল মৃত্যুর কোন খবর নেই রাজ্যে। যারা আক্রান্ত হচ্ছে তাদের হোম আইসোলেশনে রেখে স্বাস্থ্য দপ্তর পর্যবেক্ষণই রাখছে। আগামী দিনে সংক্রমণ রাজ্যে বিস্তার লাভ করবে না তার কোন নিশ্চয়তা নেই। সুতরাং ইতিমধ্যেই সংক্রমণ নিয়ে প্রশাসনের কঠোর হওয়া প্রয়োজন রয়েছে বলে মনে করছে।