Sunday, January 26, 2025
বাড়িরাজ্যদুই বাইক চোর পুলিশের জালে

দুই বাইক চোর পুলিশের জালে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ এপ্রিল : গত বেশকিছু মাস ধরে আমবাসা মহকুমার বিভিন্ন এলাকায় বাইক চুরির ঘটনা বৃদ্ধি পায়। বাইক চুরির ঘটনার বিষয়ে আমবাসা থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। পুলিশের তদন্তে একের পর এক সাফল্য আসছে। বৃহস্পতিবার গন্ডাছড়া থানার পুলিশের সহযোগিতায় বাইক চুরি কান্ডের সাথে যুক্ত থাকার অভিযোগে বিমল রিয়াং নামে এক জনকে গ্রেপ্তার করে আমবাসা থানার পুলিশ। জানা যায় বিমল রিয়াংকে গন্ডাছড়ার জগবন্ধু পাড়া থেকে গ্রেফতার করে পুলিশ।

পাশাপাশি চুরি যাওয়া TR-04L-7671 নাম্বারের একটি বাইক উদ্ধার করে। এছাড়াও চুরির কাজে ব্যবহৃত TR-04E-0570 নাম্বারের একটি অল্টো গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। উল্লেখ্য বাইক চুরির ঘটনার তদন্তে নেমে আমবাসা থানার পুলিশ এখনো পর্যন্ত সাতটি বাইক উদ্ধার করতে সক্ষম হয়। আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা জানান মহকুমার বিভিন্ন এলাকা থেকে বাইক চোররা ইতিমধ্যে বেশ কিছু বাইক চুরি করে নিয়ে গেছে। পুলিশ এই চুরির ঘটনার তদন্তে নেমে এখনো পর্যন্ত চুরি যাওয়া সাতটি বাইক ও চুরির কাজে ব্যবহৃত একটি অল্টো গাড়ি উদ্ধার করে। আগামীদিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানান ওসি। তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য