স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ এপ্রিল : প্রেমিকাকে বিয়ে করার দাবিতে প্রেমিকের বাড়িতে তালা দিলেন স্থানীয়রা। জানা যায় বিশালগড় থানার অন্তর্গত গকুলনগর সুকান্ত কলোনি এলাকার বাসিন্দা সুশান্ত সাহার ছেলে সুজিত সাহা গত দুই বছর ধরে একই এলাকার এক মেয়ের সাথে প্রেমের অভিনয় করে । কিন্তু সুজিত সাহা তার প্রেমিকা যুবতী মেয়েকে বিয়ে করতে অস্বীকার করে। এই নিয়ে বেশ কয়েক দফায় এলাকায় শালিশি সভাও হয়। সালিশি সভায় প্রেমিক সুজিত সাহা ১৫ দিনের সময় চেয়ে নেয়।
শুক্রবার ১৫ দিন শেষ হলেও প্রেমিক সুজিত সাহার পক্ষ থেকে তার প্রেমিকাকে বিয়ে করে গ্রহণ করার কোন সদুত্তর পায়নি প্রেমিকা সহ স্থানীয় এলাকাবাসীরা। অবশেষে প্রেমিকাকে নিয়ে স্থানীয় এলাকাবাসী প্রেমিক সুজিত সাহার বাড়িতে গেলে প্রেমিক সুজিত সাহা সহ তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়। স্থানীয়রা প্রেমিক সুজিত সাহার বাড়ির গেইটে তালা লাগিয়ে দেয়। প্রেমিকা সহ স্থানীয় এলাকাবাসীর দাবি অবশ্যই ওই যুবতী মেয়েকে বিয়ে করে গ্রহণ করে নিতে হবে সুজিত সাহাকে। এই ঘটনা নিয়ে গোটা এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। অন্যদিকে ছেলের পরিবারের বক্তব্য মেয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। যা ছেলের বাড়ির লোকেরা মেনে নিতে পারেনি।