স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ এপ্রিল : ২০২২ সালে গৃহীত এস টি জি টি পরীক্ষার ফলাফল ঘোষণা করতে বিলম্ব করছে টি আর বি টি কর্তৃপক্ষ। পরীক্ষা গ্রহণের কয়েক মাস অতিক্রান্ত হয়ে গেলেও ফলাফল প্রকাশ করা হচ্ছে না। বহুবার টি আর বি টি-র দারস্থ হয়েও সঠিক জবাব মিলছে না। ২৩০ টি আসনের জন্য নোটিফিকেশন দিয়েছে সরকার।
সেই অনুযায়ী এস টি জি টি-র পরীক্ষার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার ফের একবার ডেপুটেশন প্রদান করে এসটিজিটি ২০২২ এর জনজাতি ছাত্র-ছাত্রীরা। এসটিজিটি পরীক্ষার্থীদের ফলাফল অবিলম্বে ঘোষণা করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে পরীক্ষার্থীরা। এদিন তারা টি আর বি টি-র চেয়ারম্যান এর কাছে জানতে চান কবে তাদের ফলাফল ঘোষণা করা হবে। চাকরি প্রার্থীরা জানিয়েছে এর আগেও বেশ কয়েকবার তারা পরীক্ষার ফলাফল ঘোষণার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে। সরকারের তরফ থেকে বলা হয়েছিল এব্যাপারে মামলা হওয়ায় ফলাফল ঘোষণার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। তারা জানায় বর্তমানে সে সমস্যা মিটে গেছে। অবিলম্বে ফলাফল ঘোষণা করে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করার জন্য তারা জোরালো দাবি জানিয়েছে। পাশাপাশি নোটিফিকেশন অনুযায়ী ১৭২ টি শূন্যপদ পূরণ করার জন্য দাবি জানান তারা। প্রয়োজনে আগামী দিনে ফলাফল প্রকাশের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ হবেন পরীক্ষার্থীরা। এমনটাই হুঁশিয়ারি দিলেন এদিন।