Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যবসুন্ধরা জুয়েলার্সের শুভ দ্বারোদঘাটন ৩ মে

বসুন্ধরা জুয়েলার্সের শুভ দ্বারোদঘাটন ৩ মে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ এপ্রিল : আগামী ৩ মে বসুন্ধরা জুয়েলার্সের শুভ দ্বারোদঘাটন হবে। শুভ দ্বারোদঘাটন করবেন নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি। বৃহস্পতিবার কামান চৌমুহনী স্থিত বসুন্ধরা জুয়েলার্সে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান কর্ণধার শিবু ভট্টাচার্য। বসুন্ধরা জুয়েলার্সের কর্ণধার শিবু ভট্টাচার্য বলেন, বসুন্ধরা কোন বাণিজ্যিক বিপনী নয়, এক স্বতন্ত্র ধারার অলংকারের অহংকার।

উদ্বোধনের আগেই রাজ্যের অলংকার প্রিয় মানুষদের মনে স্থান করে নিয়েছে বসুন্ধরা জুয়েলার্স। আগামী ৩ মে বেলা দুটোয় আনুষ্ঠানিকভাবে বসুন্ধরা জুয়েলার্সের শুভ দ্বারোদঘাটন করবেন নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি। সন্ধ্যা সাড়ে ছয়টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য এবং নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী সহ তাঁর প্রতিষ্ঠান দীক্ষা মঞ্জরীর ১৮ জন শিল্পী। 

 বসুন্ধরা জুয়েলার্সের কর্ণধার শিবু ভট্টাচার্য আরো জানান, সাংস্কৃতিক আয়োজনে স্বজন সমাবেশ শুধু মনোরঞ্জনই নয়, জুয়েলার্সের তরফে আগামী ৫ মে পর্যন্ত সোনার গয়নায় মজুরির ক্ষেত্রে ছাড় দেওয়া হবে ৩০ শতাংশ। যা জুয়েলারি শিল্পের ক্ষেত্রে সর্বোচ্চ ছাড়। এছাড়া যেকোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত সোনায় বিনিময় মূল্য পাওয়া যাবে ১০০ শতাংশ। প্রতিটি কেনাকাটাতেই থাকবে অত্যন্ত আকর্ষনীয় নিশ্চিত উপহার। বসুন্ধরা জুয়েলার্সের উদ্দেশ্যই হলো, গ্রাহকদের সঠিক মূল্যে অলংকারের দেওয়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য