স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ এপ্রিল :রেশনে চাল, আটা, ডাল, তেল, চিনি, দুধ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী রেশনের মাধ্যমে বন্টন করা, প্রধান মন্ত্রীর আবাস যোজনার সহায়তা বৃদ্ধি করে পাঁচ লক্ষ টাকা করা সহ দশ দফা দাবিতে বৃহস্পতিবার অখিল ভারত ক্ষেত মজদুর, গ্ৰামীন মজদুর সভা ও সি পি আই এম- এল লিবারেশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি- র উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়। উদয়পুর মহকুমা শাসকের অনুপস্থিতে অতিরিক্ত মহকুমা শাসকের নিকট দশ দফা দাবি সনদ তুলে দেওয়া হয়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সি পি আই এম এল -এর নেতা পার্থ কর্মকার, গোপাল রায়, তাজের ইসলাম খাদিম ও সন্তোষ দাশ। স্মারক লিপি প্রদান করে পার্থ কর্মকার বলেন, বুলডোজার রাজ বন্ধ করা, রেগার কাজ ১০০ দিনের প্রদান করা ও রেগার মজুরি বূদ্ধি করা, ৬০ বছর উর্দ্ধে প্রত্যেক বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী মানুষ এবং মহিলা দের মাসিক তিন হাজার টাকা পেনশন সুনিশ্চিত করা। খাদ্য শস্য ও ঔষধ সহ চিকিৎসা ব্যয়ের মূল্য বৃদ্ধি রোধ করা সহ দশ দফা দাবি সনদ তুলে দেওয়া হয় দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে।