স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ এপ্রিল : অন্যান্য বছরের মধ্যে উমাকান্ত একাডেমীর এন এস এস ইউনিটের উদ্যোগে বিশেষ শিবির শুরু হয়েছে। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়।
শিবিরের সূচনা করে মন্ত্রী টিঙ্কু রায় বলেন রাজ্যে রক্তদান জন আন্দোলনে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যব্যাপী হচ্ছে রক্তদান শিবির। তবে এই আয়োজন যাতে নিরন্তর চলতে থাকে। এই আয়োজন যাতে থেমে না যায় তার আহ্বান জানান মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যে ৩৫ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয়। সেই বিষয়টি মাথায় রেখে ধারাবাহিক ভাবে রক্তদান শিবির করার আহ্বান জানান মন্ত্রী। এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। উপস্থিত সমস্ত অতিথিরা এদিন রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন। এদিন রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। উদ্যোক্তাদের কাছে রুটিন মাফিক রক্তদান শিবির অব্যাহত রাখার জন্য আহ্বান জানায়।