স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর : আগরতলা পুর নিগম বিভিন্ন সমস্যায় জর্জরিত। রাস্তাঘাট, ড্রেইন এবং জলাশয়ের সংস্কারের অভাব।আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার শুক্রবার পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। বিশেষ করে এম বি বি কলেজের নিচে জলাশয় গুলিকে ভালোভাবে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য এই বিশেষ উদ্যোগ বলে জানান মেয়র দীপক মজুমদার।
সমগ্র আগরতলাকে সুন্দর ভাবে সাজিয়ে তুলতে বর্তমান পুর নিগম আন্তরিক। মানুষ যাতে এই সমস্ত জলাশয় গুলি ব্যবহার করতে পারে তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন রক্ষনাবেক্ষনের অভাবে এই গুলি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। বাম জামানায় মানুষের চাহিদা পুরনে ব্যর্থ হয়েছে। মুখ্যমন্ত্রী নিকাশি ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে। যে কারনে জল যন্ত্রণা থেকে মুক্ত হয়েছে শহর। আরো কিছু কাজ বাকী রয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার। এদিন পরিদর্শনে ছিলেন কাউন্সিলার সুখময় সাহা সহ অন্যান্যরা।