স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর : শূন্যপদ পূরণের দাবি জানালো ফিজিওথেরাপিস্টদের সংগঠন। শূন্যপদ পড়ে থাকার পরেও ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হচ্ছে না। বহুবার স্বাস্থ্য অধিকর্তার কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করার পরেও কোন সদুত্তর মিলছে না। এই অবস্থায় দ্রুত বেকার ফিজিওথেরাপিস্টদের নিয়োগের দাবি জানান দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা চ্যাপ্টার রাজ্য সম্পাদক ডক্টর সৌম্য ভট্টাচার্য্য। তিনি আরো বলেন, ফিজিওথেরাপিস্টদের জন্য কোন নিয়োগ নিতি নেই।
স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ নিতি করার দাবি জানানো হয়। মোট ছয় দফা দাবি নিয়ে বক্তব্য তুলে ধরেন। বিগত ৫ বছর যাবত কোন নিয়োগ করা হচ্ছে না বলে জানান তারা। বেকার ফিজিওথেরাপিস্টদের পাশে রয়েছে সংগঠন বলে জানান তারা। গোটা রাজ্যে ৬০০ জন ফিজিওথেরাপিস্ট আছে। তারা আরো বলেন, ২০১৯-২০ সালে আরটিআই মাধ্যমে জানতে পেরেছিল দপ্তরে ১০ টি শূন্য পদের মধ্যে ৮ টি শূন্যপদ সরকারের গাফিলতিতে বিলুপ্ত হয়ে গেছে। তাই বর্তমানে যে শুন্য পদ রয়েছে রাজ্যে সেই শূন্যপদগুলি অবিলম্বে পূরণ করার জন্য দাবি জানান। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ডাঃ বীরবর দেবনাথ সহ সংগঠনের কর্মকর্তারা।