স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ এপ্রিল : মঙ্গলবার থেকে শুরু হল ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরিচালিত এই বছরের জয়েন্ট এন্ট্রান্স পরিক্ষা। এইদিন অনুষ্ঠিত হয় গ্রুফ-ডি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি পরিক্ষা। সমগ্র রাজ্যের মোট ১৫ টি সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজধানীর ৯ টি সেন্টারে পরীক্ষা হয়। মহারানী তুলসিবতি বালিকা বিদ্যালয়েও অনুষ্ঠিত হয় পরীক্ষা। পরীক্ষা গ্রহণের দায়িত্বে থাকা এক অধ্যক্ষা জানান মহারানী তুলসিবতি বালিকা বিদ্যালয়ে মুলত ছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই সেন্টারে পরীক্ষায় বসে ৪১৫ জন। সমগ্র রাজ্যে রয়েছে ১৫ টি সেন্টার। এই ১৫ টি সেন্টারে পরীক্ষায় বসে মোট ৫,৬৩৬ জন ছাত্র-ছাত্রী।