Monday, March 17, 2025
বাড়িরাজ্যমেয়র সাথে বাংলাদেশ প্রেস ক্লাবের কুমিল্লা জেলার প্রতিনিধিদের সৌজন্যতা মূলক সাক্ষাৎ

মেয়র সাথে বাংলাদেশ প্রেস ক্লাবের কুমিল্লা জেলার প্রতিনিধিদের সৌজন্যতা মূলক সাক্ষাৎ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ এপ্রিল : মঙ্গলবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের সাথে বাংলাদেশ প্রেস ক্লাবের কুমিল্লা জেলার প্রতিনিধিরা সৌজন্যতা মূলক সাক্ষাৎ করেন। সাক্ষাতের মূল উদ্দেশ্য হলো আগরতলা শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে প্রতিনিধি দল অত্যন্ত আপ্লুত। তারা এই বিষয় নিয়ে মেয়র দীপক মজুমদারের সাথে কথা বলেন। নিগমের পক্ষ থেকে প্রতিনিধি দলকে এদিন মেয়র শুভেচ্ছা জানান।

পরবর্তী সময়ে মেয়র দীপক মজুমদার জানান, কুমিল্লা কর্পোরেশন আগামী দিনে আগরতলা পুর নিগমের কাজকর্ম অনুসরণ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। এবং অচিরেই কুমিল্লা কর্পোরেশন এবং আগরতলা পুর নিগম আলোচনার টেবিলে বসবে। কুমিল্লা কর্পোরেশন এবং আগরতলা পুর নিগমের পক্ষ থেকে জনগণের জন্য কি ধরনের সুযোগ সুবিধা চালু করা যায় সেই বিষয়ে পরামর্শ গ্রহণ করবে। পাশাপাশি এদিন প্রতিনিধি পক্ষ থেকে দাবি জানানো হয়েছে ১৯৭১ সালে যুদ্ধের সময় দুই দেশের বীর সেনারা শহিদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে মর্মর মূর্তি স্থাপন করার দাবি উঠেছে। এ বিষয়ে মেয়র আশ্বস্ত করেছেন সরকারের সাথে আলোচনা করবেন। যাতে বাংলাদেশ থেকে পর্যটকরা ত্রিপুরায় আসলে শহিদদের স্মৃতি দেখে গর্বিত এবং অত্যন্ত খুশি হতে পারেন। প্রতিনিধি দলে উপস্থিত কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাদ ইমরান ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন দুই দেশে সুসম্পর্ক আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আগামী দিন লক্ষ্য থাকবে।‘

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য