স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ এপ্রিল : সারাদেশে সাথে ত্রিপুরাতেও বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী নতুন করে আরো ছয় জন করোনায় সংক্রমিত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তর গত ২৪ এপ্রিলের পরিসংখ্যান তুলে ধরে এ বিষয়ে অবহিত করেছে। পরিসংখ্যান অনুযায়ী স্পষ্ট হয়ে গেছে উদ্বেগ জনক হয়ে উঠছে রাজ্যের পরিস্থিতিও। তবে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার।
নতুন করে সংক্রমণ মুক্ত হয়েছে রাজ্যে ৬ জন। তবে সংক্রমণ পরীক্ষার দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। ২৪ এপ্রিল পরিসংখ্যানে দেখা গেছে ১ হাজার ৭ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে পশ্চিম জেলায় তিনজন। সিপাহীজলা জেলা, ঊনকোটি জেলা এবং উত্তর ত্রিপুরা জেলায় একজন করে সনাক্ত হয়েছে। গোমতি জেলা, খোয়াই জেলা, ধলাই জেলা এবং দক্ষিণ জেলার সংক্রমণ নতুন করে সনাক্ত হয়নি। বর্তমানে রাজ্যে সংক্রমিত রোগীর সংখ্যা ১৫ জন। পজিটিভির হার আগের তুলনায় বেড়েছে। বর্তমানে পজিটিভিটির হার ০.৬০ শতাংশ। ইতিমধ্যে সবচেয়ে ভালো দিক হলো চতুর্থ ঢেউয়ে এখন পর্যন্ত কারোর মৃত্যু হয়নি রাজ্যে। যারা সংক্রমিত হচ্ছে তাদের শারীরিক অবস্থা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। পাশাপাশি হোম আইসোলেশনে থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে।