Saturday, February 15, 2025
বাড়িরাজ্যটিএসআরে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, আগরতলায় আজ ফের বিক্ষোভ, রাস্তা অবরোধ, মৃদু...

টিএসআরে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, আগরতলায় আজ ফের বিক্ষোভ, রাস্তা অবরোধ, মৃদু লাঠিচার্জ, গ্রেফতার


আগরতলা, ৩০ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এ নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে আজ ফের বেকারদের ক্ষোভ আছড়ে পড়েছে। একাংশ চাকরি প্রত্যাশী ত্রিপুরা হাইকোর্টের সামনে রাস্তা অবরোধ করেছেন। পুলিশ তাঁদের অবরোধ প্রত্যাহারে অনুরোধ জানানো সত্বেও তাঁরা রাজি হননি। তাই বাধ্য হয়ে পুলিশ মৃদু লাঠি চার্জ করেছে এবং তাঁদের গ্রেফতার করে নিয়ে গেছে। ওই ঘটনায় আজ দিনভর ভিআইপি রোডে তীব্র উত্তেজনা ছিল।

প্রসঙ্গত, ত্রিপুরায় টিএসআরে দুটি নতুন আইআর ব্যাটালিয়ন গঠনের উদ্দেশ্যে ১,৪৩৭ জন নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ত্রিপুরা সরকার মেধা তালিকা প্রকাশ করেছে। এই প্রথম টিএসআরে মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে। নতুন দুটি আইআর ব্যাটালিয়নের জন্য ১,২১৪ জন রাইফেলম্যান জেনারেল ডিউটি নিয়োগ করা হবে। তাঁদের মধ্যে ৯১১ জন ত্রিপুরার এবং ৩০৩ জন বহিঃরাজ্য থেকে নিয়োগ হবে। মহিলা কর্মী নিয়োগ করা হবে ১৩১ জন। তাঁদের মধ্যে ত্রিপুরার ১০২ জন এবং বহিঃরাজ্য থেকে থাকবেন ২৯ জন। ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে ৯২ জনকে। তাঁদের মধ্যে ত্রিপুরার ৬৯ জন এবং বহিঃরাজ্যের ২৩ জন।

নিয়োগ প্রক্রিয়ায় মেধা তালিকা নির্ণয়ে অনিয়ম হয়েছে বলে চাকরি প্রত্যাশীরা গুরুতর অভিযোগ এনেছেন। তাঁদের বক্তব্য, লিখিত পরীক্ষায় ২৬ নম্বর পেয়েছেন এমন প্রার্থীর নাম মেধা তালিকায় রয়েছে। শুধু তা-ই নয়, শারীরিক পরীক্ষায় দৌড়ে টিঁকেননি, এমন প্রার্থীকেও মেধা তালিকায় দেখা যাচ্ছে। তাঁদের অভিযোগ, অর্থের বিনিময়ে মেধা তালিকায় অযোগ্যরা স্থান পেয়েছেন। তাই তাঁরা ওই মেধা তালিকা বাতিলের দাবি জানিয়েছেন।

গতকালও একাংশ বিক্ষুব্ধ চাকরি প্রত্যাশী সচিবালয়ের মূল ফটকের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন। শুধু তা-ই নয়, পরবর্তীতে তাঁরা ত্রিপুরা হাইকোর্টের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাইকোর্ট চত্বরে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছিল।আজ বিক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা জানিয়েছেন, মেধা তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম হয়েছে। তাই, ত্রিপুরা হাইকোর্টে মামলা করতে চাইছি আমরা। কিন্তু আদালতে শীতকালীন অবকাশ চলছে। ফলে এখন মামলা করা সম্ভব হচ্ছে না। এজন্য আমরা রাস্তা অবরোধ করেছি, বলেন জনৈক চাকরি প্রত্যাশী। তাঁদের বক্তব্য, ২,২০০টি পদে নিয়োগের ঘোষণা করা হয়েছিল। অথচ মাত্র ১,৪৩৭টি পদে নিয়োগের মেধা তালিকা প্রকাশিত হয়েছে। তাঁদের দাবি, পূর্বের ঘোষণা অনুযায়ী সমস্ত পদে মেধা তালিকা প্রকাশ করতে হবে। সাথে যেখানে অনিয়ম হয়েছে, তা সংশোধনের পর নতুন মেধা তালিকা প্রকাশ করার দাবি তুলেছেন তাঁরা।

দীর্ঘক্ষণ পুলিশ তাঁদের অবরোধ প্রত্যাহারের জন্য বুঝিয়েছেন। কিন্তু কিছুতেই অবরোধ প্রত্যাহার না করার সিদ্ধান্তে অনড় অবস্থান নেন তাঁরা। ফলে বাধ্য হয়ে পুলিশ চাকরি প্রত্যাশীদের ওপর মৃদু লাঠিচার্জ করেছে এবং গ্রেফতার করে এডিনগর পুলিশ লাইনে নিয়ে গেছে। কর্তব্যরত পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকালের মতো আজও টিএসআর-এ চাকরির অনিয়মের অভিযোগ এনে কতিপয় যুবক-যুবতী রাস্তা অবরোধ করেছিলেন। তাঁদের এখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য