Sunday, February 16, 2025
বাড়িরাজ্যপ্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি দলের : বিজেপি

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি দলের : বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ ডিসেম্বর : আগামী ৪ জানুয়ারি রাজ্য সফরে আসবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। রাজ্যে এসে নবনির্মিত আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে শুভ উদ্বোধন করবেন। অর্থাৎ আন্তর্জাতিক বিমানবন্দরের শুভারম্ভ করতেই প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন। পরে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে দুপুর একটায় রাজ্যবাসীকে সম্বোধন করবেন। পাশাপাশি বেশ কিছু প্রকল্পের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান প্রদেশ বিজেপি’র মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তিনি বলেন, ২০১৮ নির্বাচনের আগে ত্রিপুরায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন ত্রিপুরা হীরা বানাবে। কিন্তু সাড়ে তিন বছরে ত্রিপুরাকে হীরা প্লাস বানিয়ে দিয়েছেন। নবেন্দু ভট্টাচার্য এদিন আরো জানান, প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে ৫০ হাজার মানুষের জমায়েত হবে স্বামী বিবেকানন্দ ময়দানে। পাশাপাশি কার্যকর্তাদের অবগত করা হয়েছে যাতে কোভিড নির্দেশিকা মেনে সকলে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশগ্রহণ করে। ইতিমধ্যেই সাধারণ মানুষের প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

রাজ্যে সম্প্রতি টি এস আর -এর নিয়োগ তালিকা নিয়ে বিশৃংখলা সৃষ্টি হয়েছে, এর পেছনে ইন্দ্রন রয়েছে বলে মনে করা হচ্ছে। ত্রিপুরায় আগে বাম রাজ চলছিল। শাসকদল করলেই চাকরি মিলবে, এ ধরনের রাজনীতির অবসান ঘটেছে বর্তমান সরকারের আমলে। বামেদের সংস্কৃতি এখন শুধু রয়েছে যেসব রাজ্যে সিপিআইএম রয়েছে সেসব রাজ্যে। কিন্তু বর্তমান সরকারের আমলে এ ধরনের সংস্কৃতি চলবে না। বিজেপি এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাসী নয়। যোগ্যতার নিরিখে চাকরি হবে। আর যে অভিযোগ উঠছে দলের নেতৃত্ব টাকা নিয়েছে, তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে তদন্ত হবে। প্রয়োজনে প্রত্যারিতরা পুলিশের দ্বারস্থ হতে পারে বলে জানান তিনি। ভাজপার কর্মীরা চাকুরি পাওয়ার জন্য রাজনীতি করে না। সমাজ এবং দেশের উন্নয়নের জন্য রাজনীতি করে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ-সভাপতি রামপদ জমাতিয়া, প্রদেশ বিজেপি’র সম্পাদক রতন ঘোষ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য