Friday, April 19, 2024
বাড়িরাজ্যসরকারি জমি অধিগ্রহণে হাত লাগাল প্রশাসন

সরকারি জমি অধিগ্রহণে হাত লাগাল প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ এপ্রিল : সোমবার ডজার দিয়ে রোয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের জমি অধিগ্রহণ হয়। দীর্ঘদিনের পূর্বে সরকারি জমি দখল করে ঘর নির্মাণ করেছিল ১৬ টি পরিবার। সোমবার স্থানীয় বিধায়ক বিনয় ভূষণ দাসের উপস্থিতিতে ঘর ভেঙ্গে সরকারি জমি দখলমুক্ত করা হয়। জানা যায়, পূর্ব দেওয়া নোটিশ অনুযায়ী সোমবার সকালে ডি সি এম তহশীলদার, রাজস্ব দপ্তরের আধিকারিক সহ বিনয় ভূষণ দাস এলাকায় উপস্থিত হয়ে সরকারি জমি দখলমুক্ত করার কাজে হাত লাগায়।

মোট ১৬ পরিবারের নামে নোটিশ ছিল। তার মধ্যে ৬ টি পরিবারের ঘর সরকারি জায়গার উপর ছিল। ছয়জনের মধ্যে চার পরিবার ইতিমধ্যে ভূমিহীনদের যে জায়গা দেওয়া হয় তার আওতাধীন জমি পায়। কিন্তু বিদ্যুৎ এবং পানীয় জলের সুবন্দোবস্ত না থাকায় তারা সরকারের দেওয়া নির্ধারিত জায়গায় ঘর বাড়ি নির্মাণ করে নি। বিধায়ক বিনয় ভূষণ দাস বলেন রাজ্যে এক বছরের মধ্যে সমস্ত ভূমিহীন সরকারি জায়গা পেয়ে যাবে। সরকারি জমি ছেড়ে সরকারের দেওয়া নির্ধারিত জায়গায় কোন রকমে ঘর নির্মাণ করার পরামর্শ দেন, পরবর্তী সময়ে সরকারি ঘর তাদেরকে দেওয়া হবে বলে তিনি জানান। সারা রাজ্যে সরকারি জমি পুনরুদ্ধারের কাজ চলছে, এরই অঙ্গ হিসাবে রোয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডে পঞ্চায়েতের জায়গা পুনরুদ্ধার করা হয়। উল্লেখ্য দীর্ঘ এক বছর যাবত সরকারি জমি পুনরুদ্ধারের জন্য সরকারের পক্ষ থেকে বারে বারে নোটিশ দেওয়ার পর বাধ্য হয়ে সরকারকে এভাবে জমি পুনরুদ্ধার করতে হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য